Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
এক নজরে মোহনপুর উপজেলা
Details

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

উপজেলা পরিসংখ্যান অফিসারের কার্যালয়

মোহনপুর, রাজশাহী

 

এক নজরে মোহনপুর উপজেলা পরিসংখ্যানঃ

০১।      মোট আয়তনঃ ১৬২.৬৫ বর্গ কিলোমিটার।

০২।     মোট জনসংখ্যাঃ ১,৭০,০২১ জন। পুরুষ-৮৫,২৩৬ জন এবং মহিলা-৮৪,৭৮৫ জন। ২০১১ সালের আদমশুমারি

          ও গৃহগণনা অনুযায়ী জনসংখ্যা বৃদ্ধির হার ১.০৫ ধরে বর্তমানে প্রাক্কলিত জনসংখ্যা ১,৮২,৯৮৮ জন।         

০৩।     জনসংখ্যার ঘনত্বঃ ১০৪৫  (প্রতি বর্গ কিঃমিঃ)।

০৪।     মোট ভোটার সংখ্যাঃ ১,৩৫,৩৬৮ জন। পুরুষ-৬৭,৩৫৭ জন এবং মহিলা-৬৮,০১১ জন ।

০৫।     মোট খানার সংখ্যাঃ ৪৩,৯৮৪ টি।

০৬।     মোট গ্রামের সংখ্যাঃ ১৬৭ টি। মৌজার সংখ্যাঃ ১৬৬ টি। জনবসতিপূর্ণ মৌজা ১৫৪ টি এবং জনবসতিহীন

          মৌজা সংখ্যা ১২ টি।

০৭।     মোট উপজাতি জনসংখ্যা ১২২৩ জন। সাঁতাল ১১৫০, পাহাড়ী ৯, অন্যান্য ৬৪ জন।

০৮|      প্রতিবন্ধি জনসংখ্যা -২৩৯২ জন।

০৯|      মোট হিজড়া জনসংখ্যাঃ ২৯ জন।

১০।      মোট মুক্তিযোদ্ধাঃ ৭৬ জন।

১১।      মোট জেলে সংখ্যাঃ ১৮৫৪ জন।

১৪।      মোট সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ৮১ টি। ছাত্র-ছাত্র সংখ্যা-১৮,২৭৫ জন। শিক্ষক সংখ্যা-৫১৫ জন।

১৫।      মোট মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ৪৪ টি(৬ষ্ঠ-১০ম)। ছাত্র-ছাত্র সংখ্যা-১৪,১৫৮ জন।

১৬।     মোট কলেজ সংখ্যাঃ ১৫ টি।

১৭।      মাদ্রাসার সংখ্যাঃ ১৮ টি(৬ষ্ঠ-১০ম)। ছাত্র-ছাত্র সংখ্যা-২,৯৮৪ জন।

১৮।     কারিগরী বিদ্যালয় সংখ্যাঃ ১০ টি(৬ষ্ঠ-১০ম)। ছাত্র-ছাত্র সংখ্যা-৯৯৪ জন।

১৯|      শিক্ষার হার ৫৩.৩%। পুরুষ-৫৫.৩ এবং মহিলা-৪৭.২%।

২০।     গড় আয়ুঃ ৭১.৬ ( বাংলাদেশ)।

২১।      বাংলাদেশের মাথাপিছু আয়ঃ ১৭৫২ মার্কিন ডলার।

২২।     বাংলাদেশের জিডিপি হারঃ ৭.৬৫ ।

২৩।     অর্থনৈতিক কর্মকান্ড সম্পন্ন প্রতিষ্ঠানঃ ১১,৫৭৪ টি।

২৪।     ১ বছরের নিচে শিশু মৃত্যু হার প্রতি হাজারে ২৮ জন।

২৬।     ৫ বছরের নিচে শিশু মৃত্যু হার প্রতি হাজারে ৩৫ জন।

২৭।     বাংলাদেশে দারিদ্রের হার ২৩.২% ।

২৮।     মোহনপুর উপজেলায়  দারিদ্রের হার-২৪.৯% এবং হতদরিদ্রের হার- ১২%।

৩০।     বাংলাদেশে নারী নির্যাতনের পরিমাণ ৭২.৬%।

৩১।     মোট বস্তি খানার সংখ্যাঃ ৬২ টি। জনসংখ্যাঃ ১৯৬ জন। পুরুষঃ ৯৫ জন এবং মহিলাঃ ১০১ জন।

Publish Date
23/01/2019
Archieve Date
30/06/2022