গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা পরিসংখ্যান অফিসারের কার্যালয়
মোহনপুর, রাজশাহী
http://bbs.mohonpur.rajshahi.gov.bd
এক নজরে মোহনপুর উপজেলা পরিসংখ্যান
০১। মোট আয়তনঃ ১৬২.৬৫ বর্গ কিলোমিটার।
০২। মোট জনসংখ্যাঃ ১,৭০,০২১ জন। পুরুষ-৮৫,২৩৬ জন এবং মহিলা-৮৪,৭৮৫ জন।
০৩। জনসংখ্যার ঘনত্বঃ ১০৪৫ (প্রতি বর্গ কিঃমিঃ)।
০৪। মোট ভোটার সংখ্যাঃ ১,২৯,২৪৮ জন। পুরুষ-৬৩,৯৭৯ জন এবং মহিলা-৬৫,২৬৯ জন ।
০৫। মোট খানার সংখ্যাঃ ৪৩,৯৮৪ টি।
০৬। মোট গ্রামের সংখ্যাঃ ১৫৫ টি। মৌজার সংখ্যাঃ ১৬৭ টি। জনবসতিপূর্ণ মৌজা ১৫৪ টি এবং জনবসতিহীন
মৌজা সংখ্যা ১৩ টি।
০৭। মোট উপজাতি জনসংখ্যা ১২২৩ জন। সাঁতাল ১১৫০, পাহাড়ী ৯, অন্যান্য ৬৪ জন।
০৮| প্রতিবন্ধি জনসংখ্যা -২৪৬২ জন। ভাতা পায়-১২৯৪ জন।
০৯| মোট হিজড়া জনসংখ্যাঃ ৩০ জন। ভাতা পায়-১২ জন।
১০। মোট মুক্তিযোদ্ধাঃ ৭৭ জন। ভাতা পায়-৬৮ জন।
১১। মোট জেলে সংখ্যাঃ ১৮৫৪ জন।
১২। মোট সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ৮১ টি। ছাত্র-ছাত্র সংখ্যা-১৭,৫৭০ জন। শিক্ষক সংখ্যা-৫১৫ জন।
১৩। মোট মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যাঃ ৪৩ টি(৬ষ্ঠ-১০ম)। ছাত্র-ছাত্র সংখ্যা-১৪,১৯৮ জন। শিক্ষক সংখ্যা-৪৬৭ জন।
১৪। মোট কলেজ সংখ্যাঃ ১৫ টি। ছাত্র-ছাত্র সংখ্যা-১২,৬৮৮ জন। শিক্ষক সংখ্যা-৬০৫ জন।
১৫। মাদ্রাসার সংখ্যাঃ ১৯ টি(৬ষ্ঠ-১০ম)। ছাত্র-ছাত্র সংখ্যা-২,১২৮ জন। শিক্ষক সংখ্যা-৩০৮ জন।
১৬। কারিগরী বিদ্যালয় সংখ্যাঃ ১০ টি(৬ষ্ঠ-১০ম)। ছাত্র-ছাত্র সংখ্যা-৯৯৪ জন।
১৭| শিক্ষার হার ৫৩.৩%। পুরুষ-৫৫.৩ এবং মহিলা-৪৭.২%।
১৮। গড় আয়ুঃ ৭২.৩ বছর ( বাংলাদেশ)।
১৯। বাংলাদেশের মাথাপিছু আয়ঃ ১৯০৯ মার্কিন ডলার।
২০। বাংলাদেশের জিডিপি হারঃ ৮.১৫% ।
২১। অর্থনৈতিক কর্মকান্ড সম্পন্ন প্রতিষ্ঠানঃ ১১,৫৭৪ টি।
২২। ১ বছরের নিচে শিশু মৃত্যু হার প্রতি হাজারে ২২ জন।
২৩। ৫ বছরের নিচে শিশু মৃত্যু হার প্রতি হাজারে ২৯ জন।
২৪। বাংলাদেশে দারিদ্রের হার ২০.৫% ।
২৫। মোহনপুর উপজেলায় দারিদ্রের হার-২৪.৯% এবং হতদরিদ্রের হার- ১২%।
২৬। বাংলাদেশে নারী নির্যাতনের পরিমাণ ৭২.৬%।
২৭। মোট বস্তি খানার সংখ্যাঃ ৬২ টি। জনসংখ্যাঃ ১৯৬ জন। পুরুষঃ ৯৫ জন এবং মহিলাঃ ১০১ জন।
(মোঃ ফরহাদ হোসেন)
উপজেলা পরিসংখ্যান অফিসার
মোহনপুর, রাজশাহী
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস